আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমার মাতৃভাষা ঃ দীপক রঞ্জন কর, ত্রিপুরা

    আরশি কথা

    আমার মাতৃভাষা

    ------------ -----------


    যে ভাষায় বলি প্রথম ছড়া,

    এ ভাষাতে আমার পদ্য পড়া।

    মায়ের ভাষাতেই হৃদয় ঘেরা

    বাংলা ভাষাযে আমার সেরা।


    রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য ছড়ায়

    বাংলার ছন্দ কথা কয়।

    বাংলা ভাষাতেই গীতাঞ্জলি

    করলো যে 'নোবেল' জয়।


    দুটি দেশের জাতীয় সংগীত 

    বাংলা ভাষাতে গীত হয়,

    এই ভাষাতেই কবি গুরুর

     বিশ্ব মাঝারে পরিচয়।


    কবি নজরুলের গান,কবিতায়

    বাংলার আবেগ প্রকাশ পায়।

    গ্রাম বাংলার মুখের ভাষায়

    ভালোবাসা বেদনার গীত গায়।


    কথা শিল্পী শরৎচন্দ্রর লেখা

    পাঠক হৃদয়ে আঁকেন রেখা।

    মায়ের ভাষাতেই স্বপ্ন দেখা,

    মা'র ভাষাতেই বাস্তব শেখা ।


    বঙ্কিম চন্দ্রের বাংলা উপন্যাস

    বাংলা সাহিত্যে এক ইতিহাস।

    বাংলা আমার গভীর বিশ্বাস

    এই ভাষাতে নিঃশ্বাস-প্রশ্বাস।


    বিদ্যাসাগর রচিত"বর্ণপরিচয়"

    বাংলা ভাষায় আনলো জয়।

    বাংলাই যে ভোরের সুর্যোদয়।

    সে ভাষাতে রোজ সন্ধ্যা হয়।


    মাঝি মাল্লার ভাটিয়ালি গানে

    বাংলা ভাষাই সাদর প্রাণে।

    বাউল সঙ্গীতের সুরের তানে,

    মধুর শ্রুতি আনলো কানে।


    রূপসী বাংলার জীবনানন্দ

    মুগ্ধ করে কাঁঠালিচাঁপা গন্ধ।

    কবি জসীমউদ্দীনের পল্লী ছন্দ

    বাঙালি মনে জাগায় আনন্দ।


    মনের যতো  আহ্লাদ -আশা

    মিঠায় খুদা মেটায় পিপাসা ।

    কবি মাইকেলের ঐ 'বঙ্গভাষা',

    বাংলা যে আমার মাতৃভাষা।


    -  দীপক রঞ্জন কর, ত্রিপুরা 


    ২১শে ফেব্রুয়ারি ২০২২

     

    3/related/default