সচেতন নাগরিকরাই সমৃদ্ধশালী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। তাই রাজ্য সরকার সমৃদ্ধ মানব সম্পদ গঠনে অগ্রাধিকার দিয়েছে। শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘অন্যতম’ শীর্ষক চতুর্থ লায়ন্স জেলা সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুরুতেই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, কর্তব্য ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রাজ্যের অগ্রগতি সম্পর্কে সবার সম্যক ধারণা থাকা প্রয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, লায়ন্স ক্লাব সুদীর্ঘ সময় যাবৎ বিভিন্ন ইতিবাচক কর্মসূচির সঙ্গে জড়িত। সাধারণ মানুষের মধ্যে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের ইতিবাচক প্রভাব বিদ্যমান। আর এই সদর্থক দিকটিকে কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ে জনজাগরণ তৈরিতে তাদের যথার্থ দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। পরিচালন ব্যবস্থার শীর্ষে থাকা ব্যক্তি রাজনৈতিক আঙ্গিনা হয়েই সেই পদে আসীন হয়ে থাকেন। এই দৃষ্টিকোণ থেকে প্রবহমান রাজনৈতিক দিক সম্পর্কে সজাগ দৃষ্টি ও সঠিক ব্যক্তি চয়নে যথার্থ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৫ বছর ত্রিপুরা ঠিক কোন পথে অগ্রসর হতে যাচ্ছে তার একটি রূপরেখা রাজ্য সরকার ইতিমধ্যেই জনসমক্ষে প্রস্তুত করেছে। ত্রিপুরার সম্ভাবনাময় এই দিকগুলিকে কাজে লাগিয়ে আগামীর পথচলা নির্ণয়ে সহায়ক হবে। একদিকে যেমন ভাবী প্রজন্ম তাদের ভবিষ্যৎ কর্মজীবনের একটি স্বচ্ছ দিশা নির্ধারণ করতে পারবেন। তার পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রেও সম্ভাবনাময় দিকগুলি যথার্থ অনুধাবন দ্বারা সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলা ক্ষমতায়ন ও স্বশক্তিকরণ বর্তমান সরকারের অন্যতম প্রাধান্যের ক্ষেত্র। মহিলাদের আত্মমর্যাদা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতকরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বশক্তিকরণের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এর ফলশ্রুতিতে পুরুষ ও মহিলাদের আনুপাতিক ব্যবধান হ্রাসের মাধ্যমে বর্তমানে ত্রিপুরায় প্রতি ১ হাজার পুরুষে মহিলার সংখ্যা ১ হাজার ১১। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সুনীল কুমার, পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১২ই মার্চ ২০২২