আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ, নবদম্পতিকে ভোজ্য তেল উপহার

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    চেনা গতে হাঁটলেন না মুরাদ মৃধা নামে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাসিন্দা এক ব্যক্তি। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মহম্মদ মোস্তফা আলম সোহাগের বিয়ের অনুষ্ঠানে ৫ লিটার ভোজ্য তেল উপহার দিলেন তিনি। বাংলাদেশে বর্তমানে ভোজ্য তেল ২০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। মুরাদ মৃধা একটি জাতীয় দৈনিকের নাসিরনগর উপজেলা প্রতিনিধি। তার বাড়ি উপজেলার সদরে। জানান, “দেশে যে হারে ভোজ্য তেলের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছেন। উপহার হিসেবে ভোজ্য তেল দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়া তেলের দাম বৃদ্ধি একটি মৌন প্রতিবাদ।” উল্লেখ্য, গত শুক্রবার মহম্মদ মোস্তফা আলম সোহাগের বিয়ের অনুষ্ঠান ছিল। ঘোড়ায় চড়ে তিনি বিয়ে করতে যান। নববধূ এই উপহার পেয়ে অবাক। বরের বড় ভাই সোহরাব শান্ত বলেন, “আমাদের পারিবারিক কোনও অনুষ্ঠানে উপহার নেওয়া হয় না। তবে মুরাদের ভোজ্য তেল উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।”


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্র ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৩ই মার্চ ২০২২
     

    3/related/default