ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছে কেরলে। তারপরই দক্ষিণ ভারতের রাজ্যে উচ্চপর্যায়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দল পাঠাতে চলেছে কেন্দ্র। কীভাবে ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে সাহায্য করবে কেন্দ্রীয় দল। সেইসঙ্গে মাঙ্কিপক্স নিয়ন্ত্রণেও সাহায্য করবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, কেরলের কোল্লাম জেলায় প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ পাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রতিনিধি দলে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি), কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক, রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিক-সহ একাধিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন। প্রতিদিন সন্ধ্যায় কেন্দ্র ও রাজ্যের কাছে রিপোর্ট জমা দেবে বিশেষজ্ঞ দল। কেরল সরকারের তরফে জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তি বিদেশ (একাধিক রিপোর্ট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন) থেকে দেশে ফিরেছিলেন। ওই ব্যক্তিকে ইতিমধ্যে হাসপাতালে ভরতি করা হয়েছে। মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যাওয়ায় হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।
আরশিকথা দেশ-বিদেশ
ছবি ও তথ্যসূত্রঃ সৌজন্যে ইন্টারনেট
১৪ই জুলাই ২০২২