ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যমন্ডিত স্থান অতীতকে জানার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই স্থানে যারাই আসবেন নিজেকে সমৃদ্ধ করে ফিরে যাবেন। উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলা সিটি সেন্টারের আর্ট গ্যালারীতে ৩ দিনব্যাপী আয়োজিত ত্রিপুরার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
তিনি বলেন, এই প্রদর্শনী হচ্ছে একটি সময়ের স্মৃতি ও দলিল যা সরকারি কাজে বিশেষ করে প্রশাসনিক কাজের জন্য বিশেষ প্রয়োজন। তিনি বলেন, অতীত রেকর্ড না জানা থাকলে কাজের পথ মসৃণ হয় না। শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, শুধু সরকারি কাজই নয় শিক্ষাবিদ, লেখক, গবেষক এবং ছাত্রছাত্রী সকলের জন্যই এ ধরণের প্রদর্শনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার এই প্রয়োজনের কথা ভেবেই এই প্রদর্শনীর আয়োজন করেছে।তিনি বলেন, অতীতের উপর ভিত্তি করেই বর্তমান ও ভবিষ্যত দাঁড়িয়ে আছে। তাই ইতিহাসকে বাচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চ শিক্ষা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক অরুনোদয় সাহা। স্বাগত বক্তব্য রাখেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আর্কাইভ পি. ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী পরিদর্শন করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই নভেম্বর ২০২২