পর্যটন দপ্তর দেশ-বিদেশের পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে ডম্বুরস্থিত নারকেলকুঞ্জ এবং ঊনকোটিতে হেলিকপ্টার পরিষেবা তথা ‘হাওয়াই সফর' চালু করার উদ্যোগ নিয়েছে।৩০ ডিসেম্বর, শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এই সংবাদ জানিয়েছেন। পর্যটন সচিব জানান, নারকেলকুঞ্জে হাওয়াই সফরে টিকিটের মূল্য জনপ্রতি ২,৩০০ টাকা ও ঊনকোটির জন্য ২,৫০০ টাকা ধার্য্য করা হয়েছে। প্রতিটি হাওয়াই সফরের জন্য ৪ জন যাত্রী অবশ্যই হতে হবে। এছাড়া জরুরি কারণে এই পরিষেবা স্থগিতও থাকতে পারে। সচিব জানান, ঊনকোটি পর্যটন কেন্দ্রকে বিশ্বের দরবারে পরিচিত করার লক্ষ্যে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী ইউনেস্কো ইতিমধ্যেই ঊনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে। আশা করা যায় ঊনকোটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা লাভ করবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের সচিব জানান, দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ স্থানে অত্যাধুনিক ৪৯টি লগ হাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে সিপাহীজলা অভয়ারণ্য, টেপানিয়া, আমবাসা, বড়মুড়া ইকোপার্ক ও নারকেলকুঞ্জে ৩১টি লগহাট ইতিমধ্যেই চালু করা হয়েছে। পর্যটন সচিব জানান, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহলকে ঢেলে সাজানোর জন্য স্বদেশ দর্শন-১ প্রকল্পের মাধ্যমে ওয়াচটাওয়ার, টিকিট কাউন্টার, পার্কিং, গ্যালারি শেড, ট্যুরিস্ট ফেসিলিটেশন সেন্টার এবং রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। পর্যটকদের বিনোদনের লক্ষ্যে উজ্জয়ন্ত প্রাসাদে লাইট এন্ড সাউন্ড পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক ৮ কোটি ৮৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে। আগরতলা স্মার্টসিটিকে এই কাজটি রূপায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই উজ্জয়ন্ত প্রাসাদে লাইট অ্যান্ড সাউন্ড পরিষেবা চালু করা সম্ভব হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের সচিব আরও জানান, পর্যটকদের সুবিধার্থে ৮নং জাতীয় সড়কের পাশে বিশালগড় ও শান্তিরবাজারে ওয়েসাইট অ্যামিনিটি নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। এই ওয়েসাইট অ্যামিনিটিগুলি তৈরি করতে প্রায় ৬১ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলে পর্যটন সচিব সাংবাদিক সম্মেলনে জানান। সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাসও উপস্থিত ছিলেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৩০ ডিসেম্বর ২০২২