১-১-২০২৩ কে ভিত্তি হিসেবে ধরে তৈরি হওয়া চূড়ান্ত ভোটার তালিকা বৃহস্পতিবার প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করার জন্য ইতিমধ্যেই ভারতের নির্বাচন কমিশন প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার কাজ শুরু হয়। এই তালিকার উপর নাম অন্তর্ভুক্তি, বাদ, সংশোধন ইত্যাদি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে। (১) দাবি ও আপত্তির সময়কাল ৯ নভেম্বর, ২০২২ তারিখ থেকে শুরু হয় এবং তা ৮ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বলবৎ ছিল। নাম নথিভুক্ত করার জন্য সাধারণ মানুষের উৎসাহের কথা বিবেচনা করে কমিশন এই সময়সীমা আরও ৭দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত নির্ধারণ করে। (২) প্রতিটি পর্যায়ে রাজনৈতিক দলগুলির সভা অনুষ্ঠিত হয়েছিল। দাবি ও আপত্তির তালিকা ফর্ম - ৯, ১০, ১১, ১১-এ, ১১-বি তাদের হাতে সাপ্তাহিক ভিত্তিতে স্বচ্ছতার পদক্ষেপ হিসেবে দেওয়া হয়েছিল। এর অনুলিপি সিইও এবং ডিইওদের ওয়েবসাইটে পাওয়া যাবে। (৩) সমস্ত আবেদনকারীদের শুনানির জন্য উপস্থিত হওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছিল। (৪) ইআরওগণ এবং এইআরওগণ ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে সকল দাবি ও আপত্তির মীমাংসা সম্পন্ন করে ফেলেছেন এবং ইআরও নেটের মাধ্যমে ভোটার তালিকার ডাটাবেস যথাযথভাবে আপডেট করেছেন। (৫) সংশোধনের কাজ সমাপ্ত হওয়ার পর সংশোধনী প্রক্রিয়ার সমস্ত তথ্য সহ ভোটার তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাচন কমিশেনর কাছে প্রেরণ করা হয়। এর উপর ভিত্তি করে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য অনুমোদন দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আবেদনকারী এবং অন্যান্য সকল অংশীদারগণ এই তালিকা সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র, মনোনীত স্থান, এসডিএম অফিস, ডিএম অফিস, তহশিল অফিস ইত্যাদি জায়গায় চূড়ান্ত ভোটার তালিকা ২০২৩ দেখতে পারবেন। এখন নতুন তালিকাভুক্ত ভোটারদের দেওয়ার জন্য সচিত্র পরিচয়পত্র মুদ্রণের কাজ চলছে যা তাদের হাতে সঠিক সময়ে তুলে দেওয়া হবে ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৪ জানুয়ারি ২০২৩