Type Here to Get Search Results !

ভারতের ভিসা পেতে দেরি হয়, ভারতীয় হাইকমিশনারকে জানালেন তথ্যমন্ত্রীঃ বাংলাদেশ

প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর, আরশিকথাঃ

অনেক মানুষ চিকিৎসা বা বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে ভারতে যায়। কিন্তু ভিসা পেতে অনেক দেরি হয় সেটিকে কীভাবে আরও সহজতর করা যায় সে বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। হাইকমিশনার এ বিষয়ে ইফোর্ট (মনযোগ) দেবেন বলে তাকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী। বুধবার (৪ ডিসেম্বর) ঢাকার সচিবালয়ে নিজ দফতরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের ইকনমিক জোনগুলোতে (অর্থনৈতিক অঞ্চল) ভারতের ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) নিয়ে আলোচনা করেছি। আমরা মূলত আলোচনা করেছি আমাদের টেলিভিশন শিল্প, সিনেমা শিল্প, কানেকটিভি (সংযোগ) এগুলো নিয়ে। তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশেষ করে তাকে অনুরোধ জানিয়েছি যে পশ্চিম বাংলায় আমাদের টেলিভিশন চ্যানেলগুলো যাতে দেখানো যায়। ভারতের অন্যান্য রাজ্যে দেখাতে তেমন কোনো অসুবিধা নেই। ত্রিপুরাতে আমাদের অনেকগুলো টেলিভিশন চ্যনেল দেখানো যায়। দিল্লিতেও বেশ কয়েকটি চ্যানেল দেখানো সম্ভব হচ্ছে। কিন্তু পশ্চিম বাংলায় সেটা সম্ভব হচ্ছে না। কারণ ক্যাবল অপারেটররা মোটা অংকের চাঁদা দাবি করছে। প্রথমে শুরু করতেই কয়েক কোটি টাকা। তারপর প্রতি বছরই প্রায় একই হারে কয়েক কোটি টাকা দাবি করে। যেটি আমাদের টেলিভিশন চ্যানেলের পক্ষে সম্ভব না।’ হাছান মাহমুদ আরও বলেন, ‘এ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে কিছু করা যায় কি না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যাতে আমাদের টেলিভিশন চ্যানেল গুলো সেখানে দেখানো সম্ভব হয়। বঙ্গবন্ধু মুভির (সিনেমা) অগ্রগতি নিয়ে আলোচনা করেছি। আমাদের কানেকটিভি (সংযোগ), যে প্রজেক্টগুলো ( প্রকল্প) নেয়া হয়েছে সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আগরতলা, আখাউড়া ট্রেন (রেল) রুটসহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের ইকনোমিক জোনগুলোতে (অর্থনৈতিক অঞ্চল) ভারতের ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের এ মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে তো আমাদের বহুমাত্রিক সম্পর্ক। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্য এবং নাগরিকরা আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। সুতরাং আমাদের এ বহুমাত্রিক সম্পর্ক অল্প সময়ে সবগুলো বিষয় আলোচনা করা সম্ভব নয়। তবে পিপলস টু পিপলস কনটাক্ট (মানুষে মানুষে যোগাযোগ) কীভাবে আরও ফলপ্রসূ করা যায়, মানুষের অনেক ইচ্ছা আছে কিন্তু নানা কারণে- ভিসা জটিলতার বিষয়টি আলোচনা করেছি।’


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৪ জানুয়ারি ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.