আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পথিকৃৎ ।। কবিতা ।। চন্দ্রা মজুমদার, আগরতলা

    আরশি কথা

    ।। পথিকৃৎ ।।


    চৈতী হাওয়া দরাজ হাতে খুলে দিল দ্বার

    মুঠো মুঠো বেঁচে থাকার ভস্ম  জঠরে

    সযত্নে আগলে রাখেন জননী

    কাল প্রাতে বিচ্ছেদ আর প্রণয় 

    একরাশ ভালো লাগা মন্দ লাগার ছন্দে  গেয়ে উঠবে বেঁচে থাকার গান

    পূবেল ভাতির কলরব দুহাত বাড়িয়ে জড়িয়ে নেয় চৈত্র দিনের শেষ নূর বিন্দু ,

    ফেলে আসা স্মৃতির গরিমায় গেয়ে উঠে বসুধা আগামীর গান।

    নিদারুণ শোকে চাষী চাতকের ন্যায় মেঘাম্বু পানে চায়

    চৈত্রের হাটে রোদস্নান সেরে ক্লান্ত  ছেলেটি বৈশাখী দিনের রশনী কিনে।বোশেখের আনন্দধারা যে এনেছে বাংলার ঘরে ঘরে গাহি আজ তারি গান  ''চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি

    ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি

    প্রেম ভরিয়া লও শূন্য জীবনে''


    - চন্দ্রা মজুমদার, আগরতলা 

    ১৫ এপ্রিল ২০২৩

     

    3/related/default