আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মেঘের দেশে...... কোলকাতা থেকে কৃষ্ণা গুহ রায়

    আরশি কথা


     মেঘের দেশে......কোলকাতা 


    আজ পয়লা বৈশাখ।  আগে ঘটা করে প্রতি বছর এই বাড়িতে পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশের পুজো হত।   তুমি চলে যাবার পর থেকে সেই পুজোটা বন্ধ হয়ে গিয়েছে। 

    নববর্ষের দিনটা এখন আমার কাছে নেহাত একটা সংখ্যা ছাড়া আর কিছু না।ছাদ বাগানে তোমার রোপন করা  গাছগুলোয় আমাকেই রোজ  জল দিতে হয়।একদিন জল না দিলেই  গাছের গোড়ার মাটি  একদম শুকিয়ে যায়। রোজ সূর্য ডোবার মুখে  যখন ছাদ বাগানের গাছগুলোর গোড়ায় জল ঢালি ,কেমন সুন্দর একটা মিষ্টি হাওয়া বইতে থাকে।   

    জবা ,জুঁই, করমচা, গোলাপ , পাতা বাহার  গাছের পাতাগুলো  হাওয়ায় দুলতে  থাকে। ওরা আমাকে স্বাগত জানায়৷  হাওয়ায় ফিসফিস করে ভেসে আসে ওদের শুভ কামনা।   

    বিকেলের এই সময়টুকু আমার কাছে একমুঠো সুখ এনে দেয়।  গোটা দিনের ক্লান্তি বৈশাখী হাওয়ায় ভেসে পাড়ি জমায় মেঘের দেশে৷


    - কৃষ্ণা গুহ রায় 

    কলকাতা, পশ্চিমবঙ্গ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৫ এপ্রিল ২০২৩

    3/related/default