বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই ধরনের কর্মসূচির আয়োজন করছে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব ও অন্যান্য সংস্থাগুলি। রবিবার বর্ষবরণ উপলক্ষে রাজধানীর মিলনচক্র ক্লাবে এমনই একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সকাল থেকেই কচিকাঁচা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো সহ আরও অনেক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ এপ্রিল ২০২৩