সোনামুড়া মহকুমার মেলাঘরে উত্তর পূর্বাঞ্চলের সু-উচ্চ রথে চড়ে নিজ বাড়ি থেকে মাসির বাড়িতে গেলেন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা।প্রতি বছরের মতো এবছরও উপস্থিত ছিলেন অগনিত ভক্ত। তারা রথের রশি টেনে তিন ভাই বোনকে নিয়ে যান জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত। সাথে চলতে থাকে কীর্তন। ঢাক ঢোল আর কাঁসরের আওয়াজে তৈরী হয় এক অন্য আবহ। ঘড়িতে তখন ৩টা বেজে ৪৫ মিনিট। ভক্তদের রথের রশির টানে রথে চড়ে ধীরে ধীরে মাসির বাড়ির দিকে চলতে থাকেন জগন্নাথ সহ ভাইবোনেরা। বৃষ্টিস্নাত হয়েই ভক্তরা জগন্নথকে নিয়ে যান গন্ডিচা মন্দির পর্যন্ত। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি জগন্নথ দেবের কাছে রাজ্যের সুখ ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। কামনা করেছেন সকলে মিলে সমৃদ্ধ ত্রিপুরা গড়ার।
বিধায়ক কিশোর বর্মন মেলাঘরের রথের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। এই রথ শুধু রাজ্য নয় গোটা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ।প্রতি বছরের ন্যায় এই রথকে কেন্দ্র করে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সোমবার যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল রাজ্যের মুখমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২০ জুন, ২০২৩