মোঃ শাহ্ জালাল, ফরিদপুর, আরশিকথাঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের আয়োজিত ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, কাইমদ্দিন মন্ডল, কাজী আবুল কালাম, যুগা সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া, মানোয়ার হোসেন মুন্নু, দপ্তর সম্পাদক আরিফুর রহমান তালুকদার পথিক, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ সরদার, সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু, চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লাৰু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে গেছে, ভবিষ্যতেও যাবে। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় সুনিশ্চত করার জন্য কাজ করে যাবো।আরশিকথা বাংলাদেশ সংবাদ
২০ জুন, ২০২৩