আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খারচি উৎসব ২৬ শে, প্রস্তুতি শুরুঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আসছে রাজ্যের সর্ববৃহৎ খারচি উৎসব। আগামী ২৬ জুন থেকে খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরে এই উৎসব শুরু হচ্ছে। উৎসব ও মেলাকে সামনে রেখে এখন মন্দিরে জোড় প্রস্তুতি চলছে। সাজিয়ে তোলা হচ্ছে মন্দির চত্বর।

    প্রস্তুতি পর্ব সহ মন্দির চত্বর ঘুরে দেখেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। বিধায়কের সঙ্গে ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ শীল, সমাজসেবী অমিত নন্দী সহ অন্যান্যরা। বিধায়ক শ্রী চক্রবর্তী গোটা এলাকাটি ঘুরে দেখেন। কোথায় কি করতে হবে সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেন।
    তিনি বলেন, এবারের খারচি উৎসব ও মেলায় নেশা মুক্ত ত্রিপুরা গড়ার উপর গুরুত্ব দেওয়া হবে। নেশার বিরুদ্ধে চলবে ব্যাপক প্রচার। 


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৪ই জুন ২০২৩



     

    3/related/default