Type Here to Get Search Results !

শব্দবাজির কুপ্রভাব নিয়ে স্পন্দন সমাজিক সংস্থার সচেতনতামূলক শিবিরঃ আরশিকথা ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


৯ই নভেম্বর২০২৩,পরিবেশ দূষণে বাজির ফাটানোর কুপ্রভাব নিয়ে স্পন্দন সামাজিক সংস্থার উদ্যোগে বোধজং এইচ.এস স্কুলে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে এক শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকারও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিবিরের আয়োজনে  ত্রিপুরা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সহায়তা প্রদান করেন।

মনোজ্ঞ এই সচেতনতা মূলক শিবিরের উদ্বোধনী ভাষণে স্পন্দন সামাজিক সংস্থার সম্পাদিকা ড. হৈমন্তী ভট্টাচার্য বলেন শব্দবাজি শুধু পরিবেশ দূষণই করে না মানুষের স্বাস্থ্যের প্রতিটি অঙ্গের উপরে এর কুফল আছে। তাছাড়া শব্দ দূষণ প্রকৃতির ভারসাম্য নিয়ন্ত্রণকেও বিঘ্নিত করে থাকে। স্পন্দনের সদস্য সুতপা ভট্টাচার্য প্রতিটি ছাত্রকে শপথ বাক্য পাঠ করান এই বলে যে দীপাবলিতে ওরা বাজি কিনবেও না, ফাটাবেও না।
ডঃ সমরজিৎ ভট্টাচার্যের শব্দদূষণের ব্যাপারে মূল্যবান তথ্য  ছাত্রদের মধ্যে প্রভূত আকর্ষণ ও আগ্রহের সৃষ্টি করে। পরিশেষে  স্পন্দন সামাজিক সংস্থার সদস্যদের দ্বারা মঞ্চস্থ করা হয় নাটক "আর নয় আতশবাজি" সবার প্রশংসা কুড়িয়েছে।

পরিবেশ দূষণের উপর ছাত্রদের নিজস্ব মতামতকে বক্তব্যের আকারে প্রকাশ করার পর ওদেরকে অনুপ্রাণিত করার জন্য স্পন্দন সমাজিক সংস্থার তরফ থেকে ওদেরকে পুরস্কৃত করা হয়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ
৯ই নভেম্বর ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.