Type Here to Get Search Results !

বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার ৮ এমপির চিঠিঃ আরশিকথা বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা, আরশিকথাঃ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের ‘গভীর ইচ্ছা’র কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন কানাডার ৮ এমপি। তারা বলেছেন, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান তারা। যদিও বিদেশিদের এমন চিঠি লেখার কোনো গুরুত্ব আছে বলে মনে করেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বুধবার (৮ নভেম্বর) কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ৮ সদস্য প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে বেশকিছু প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা। সেগুলোর মধ্যে রয়েছে: ‘আমরা আশা করি আপনার সরকার মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করবে এবং ভিন্নমত পোষণকারী মতামতকে সম্মান করবে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভরাটের মতো ভোটের অনিয়ম যাতে ঘটতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা কঠোর পরিশ্রম আশা করি। আমরা আরও আশা করি, আপনার সরকার সহিংসতা প্রতিরোধ এবং রাজনৈতিক দলমত নির্বিশেষে সকল বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করবে। আপনার সরকার সব যোগ্য বাংলাদেশি নাগরিকের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করবে।’

চিঠিতে উল্লেখ করা হয়, একটি শক্তিশালী গণতন্ত্র বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণ এবং নাগরিকদের পছন্দের ন্যায্য প্রতিনিধিত্বের ওপর বিকাশ লাভ করে। সব রাজনৈতিক দলকে অবাধে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে এবং নির্বাচন প্রক্রিয়া যাতে পক্ষপাতহীনভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। এটি করার মাধ্যমে, আপনি (শেখ হাসিনা) কেবল আপনার জাতির গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবেন না, বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করবেন।

যদিও বাংলাদেশের সরকার প্রধানের উদ্দেশ্যে বিদেশিদের এমন চিঠি লেখার কোনো গুরুত্ব আছে বলে মনে করেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ‘কেন তারা চিঠি লিখে আমি জানি না। এগুলোর গুরুত্ব কম। আর কানাডার ওই ৮ রাজনীতিবিদ যে চিঠি লিখেছেন, তার কোনো প্রভাব পড়বে বলে মনে করি না। কারণ, তাদের কেউ চিনে না।’

এ সময় বিশ্ব রাজনীতিবিদদের বাংলাদেশের নির্বাচন ফেলে ফিলিস্তিনের দিকে তাকানোর পরামর্শ দেন ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ফিলিস্তিনের গণহত্যা বন্ধে এখন বিবৃতি দেয়া জরুরি। তাদের ওইদিকে মনযোগ দেয়া উচিত - কীভাবে যুদ্ধ বন্ধ করা যায়।

সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গে ড. ইমতিয়াজ বলেন, ‘দেশের মানুষের একটা চাপ আছে; পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোও একটা ভালো নির্বাচন দেখতে চায়। সবমিলে সরকার সতর্ক থাকবে বলে মনে হয় আমার। আর দেখতে হবে, সব দল নির্বাচনে আসে কি-না। যদি না আসে তাহলে একরকম হবে। তবে বিএনপি নির্বাচনে আসলে আশা করছি, সরকার চাপে থাকবে - একটা ভালো, বিতর্কমুক্ত নির্বাচন করতে।’

তথ্য ও ছবিঃ সংগৃহীত


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১০ই নভেম্বর ২০২৩


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.