মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ বুধবার (১৩ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে জেলার মুক্তি বাহিনীর কঠিন প্রতিরোধে মানিকগঞ্জ ছেড়ে পালায় পাক হানাদার বাহিনী।
সিংগাইরের গোলাইডাঙ্গা সুতা লরি আজিমনগর, বায়ড়া, নিড়ালি, তেরশ্রী, সাটুরিয়াসহ বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি খণ্ড খণ্ড যুদ্ধ হয়। গ্রামে গ্রামে হামলা চালায় পাক দোসর ও রাজাকারা; পুড়িয়ে দেয় কয়েক হাজার ঘরবাড়ি। ৯ মাসের মুক্তিযুদ্ধে এ জেলায় শহীদ হন ৫৮ জন মুক্তিযোদ্ধা। এ ছাড়াও হত্যা করা হয় সাত হাজার গ্রামবাসীকে।
২২ নভেম্বর পাকিস্তানি বাহিনী ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে হামলা চালায় এবং তেরশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জনকে হত্যা করে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তানি হানাদাররা মানিকগঞ্জ থেকে পালাতে শুরু করে। অবশেষে ১৩ ডিসেম্বর মুক্ত হয় মানিকগঞ্জ।এ উপলক্ষে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলা। এ ছাড়াও তেরশ্রীতেও প্রতিবছরই অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলা।
ছবি ও তথ্যঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৩ই ডিসেম্বর ২০২৩