আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘বুলডোজার জাস্টিস’ একেবারেই গ্রহণীয় নয়, শেষ রায় প্রধান বিচারপতির ।। AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ



    ১০ই নভেম্বর রবিবার আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কর্মজীবন  শেষ হয়েছে। তবে শনি ও রবিবারের কারণে ৮ই নভেম্বর বিদায় সংবর্ধনা দেওয়া হয় প্রধান বিচারপতিকে। আর বিদায়ের আগে তাঁর শেষ রায় হয়ে রইল জনগণের কণ্ঠস্বরকে রোধ করা যাবে না সম্পত্তি ধ্বংসের হুমকি দিয়ে। তিনি জানিয়ে দিলেন,  ‘বুলডোজার জাস্টিস’ একেবারেই গ্রহণীয় নয়। প্রসঙ্গত, বুলডোজার নীতির জন্ম হয় উত্তরপ্রদেশে। পরবর্তী সময়ে মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে অভিযুক্তদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, অভিযুক্ত হোক কিংবা দোষী বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না। তবু এই প্রবণতা কমেনি। নিজের কর্মজীবনের শেষদিনে এপ্রসঙ্গে চন্দ্রচূড় বলেন, ”কোনও সভ্য দেশের বিচার ব্যবস্থায় বুলডোজারের সাহায্যে ন্যায় বিচার অজানা। যদি কোনও রাজ্যের সরকারি আধিকারিক বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের অনৈতিক ও বেআইনি কার্যকলাপের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে মানতেই হবে যে তা অত্যন্ত ভয়াবহ বিষয়।




    AKB TV News

    10.11.2024 



    3/related/default