নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার রাজধানীর বেনুবন বুদ্ধ বিহারে ৪৭ তম কঠিন চীবর দান উৎসব পালন করা হয়। কঠিন চীবর দান হল বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব, যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যেকোন সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়। এদিন বেনুবন বুদ্ধ বিহারে জন সমাগম ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই বুদ্ধধর্মাবলম্বীরা এসে একত্রে জড়ো হয়ে পুজায় অংশ নেন। এদিন ৪৭ তম কঠিন চীবর দান উৎসব উপলক্ষ্যে দিনভর চলে নানা অনুষ্ঠান।
AKB TV News
10.11.2024