শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেন ত্রিপুরা
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন
রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
জানা গেছে, রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এই বৈঠকটি
একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরার মাতাবাড়িতে নব গঠিত মাতা
ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান।
এই মন্দিরটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক৷ এদিন মুখ্যমন্ত্রী দিল্লি
বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে ভগবান শ্রী কৃষ্ণের মূর্তি তুলে দেন
মুখ্যমন্ত্রী।
AKB TV News
15.02.2025