নিজস্ব প্রতিনিধি:
আগামী ১৮ই ফেব্রুয়ারি দেশের মুখ্য নির্বাচনী
আধিকারিকের পদ থেকে অবসর নেবেন রাজীব কুমার।খুব
সম্ভবত দেশের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হতে চলেছেন জ্ঞানেশ কুমার।আগামী ১৭ই ফেব্রুয়ারি এই সংক্রান্ত বৈঠক হতে
চলেছে। সেই বৈঠকেই সম্ভবত নাম ঘোষণা হতে চলেছে জ্ঞানেশের।জানা গিয়েছে, বৈঠকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, বিরোধী দলনেতা রাহুল গান্ধী
উপস্থিত থাকবেন। সার্চ প্যানেল ৪৮০ জন প্রার্থীর তালিকা থেকে ওই পদের জন্য পাঁচটি নাম
পাঠাবে। সেখান থেকেই বেছে নেওয়া হবে চূড়ান্ত নাম।প্রসঙ্গত, জ্ঞানেশ কুমার ১৯৮৮ সালের
ব্যাচের কেরল ক্যাডার হিসেবে আইএএস অফিসার পদে নিযুক্ত হন। সমন্বয় মন্ত্রকের প্রাক্তন
সচিব জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ৩১শে
জানুয়ারি তিনি অবসর নেন। এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন।
AKB TV News
15.02.2025