আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমেরিকার টাঁকশালে নয়া মুদ্রা তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    আমেরিকার টাঁকশালে নয়া মুদ্রা তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প। আমেরিকার খুচরো মুদ্রা পেনির মূল্য এক ডলারের মাত্র এক শতাংশ। তবে ট্রাম্পের দাবি অনুসারে, এই মুদ্রা ছাপাতে খরচ হয় এক ডলারের দুই শতাংশ। এই অপব্যয় একেবারেই পছন্দ না ডোনাল্ড ট্রাম্পের। যার জেরেই ব্যয় সংকোচের লক্ষ্যে অর্থ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে পেনি  না ছাপানোর জন্য। তবে ট্রাম্পের মুদ্রা ছাপানোর উপর নিষেধাজ্ঞা জারি হলেও প্রশ্ন উঠছে পেনির ভবিষ্যৎ নিয়ে। কারণ, মার্কিন অর্থ ব্যবস্থায় এই পেনির ব্যবহার বিপুল। এদিকে ক্ষমতায় আসার পরই আমেরিকায় বাণিজ্য করা দেশগুলির উপর বাড়তি শুল্ক বসানো নিয়ে বিতর্কের মাঝেই   সোমবার নয়া বিজ্ঞপ্তি জারি করেছে হোয়াইট হাউস। যেখানে, অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।আমেরিকায় ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিকারী সবচেয়ে বড় দেশ হল কানাডা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। আমেরিকাকে বিশ্ব আসনে সবার উপরে বসানোর লক্ষ্যে এই দুই দেশের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। এবিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল, এই দুই দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ অবৈধভাবে আমেরিকায় আসে। এই দুই দেশ যদি তাদের সীমান্ত সুরক্ষিত না করে সেক্ষেত্রে বাড়তি শুল্ক চাপানো হবে তাদের উপর। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে বাড়তি শুল্কের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করা হয়।




    AKB TV News

    10.02.2025 

    3/related/default