নিজস্ব প্রতিনিধি:
সোমবার ফ্রান্স সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সেখান
থেকেই উড়ে যাবেন আমেরিকার উদ্দেশ্যে। মূলত, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল
ম্যাকরোঁর আমন্ত্রণেই সেদেশে গিয়েছেন নরেন্দ্র মোদী। সফর কালিন সময়ে তিনি যোগ
দেবেন প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকেও। নিজের শাসনকালে এই নিয়ে
চতুর্থবার ফ্রান্সে গেলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, মোদীর শাসনকালের সময় থেকেই
ফ্রান্সের সঙ্গে জোরালো হয়েছে ভারতের সম্পর্কের সেতু। আর সেই সূত্র ধরে দুই দেশের
মধ্যে বেড়েছে বাণিজ্য। একটি রিপোর্ট অনুযায়ী, মোদী আমলের আগে ফ্রান্স থেকে ভারতে
বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১৮ হাজার কোটি টাকা। সেখানে ২০১৪ সালের পর থেকে আজ পর্যন্ত
সেই বিনিয়োগ বেড়ে হয়েছে তিন গুণ।
AKB TV News
11.02.2025