ভারত-মায়ানমার-থাইল্যান্ড হাইওয়ের কাজ শেষ হলে দেশে বাণিজ্যের এক নয়া পথ খুলে যাবে।। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধি: 

২০১৯ সালে সম্পন্ন হওয়ার কথা ছিল ভারত-থাইল্যান্ড ১৪০০ কিলোমিটারের সড়কপথ। দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক উন্নতিতে এই সড়কপথের গুরুত্ব অপরিসীম। তবে ৭০ শতাংশ কাজ হয়েও আটকে রয়েছে এই প্রকল্প। মঙ্গলবার অসমের গুয়াহাটিতে  বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে এই সড়ক প্রকল্প নিয়ে বলেন বিদেশমন্ত্রী। জয়শংকর বলেন,  ভারত-মায়ানমার-থাইল্যান্ড হাইওয়ের কাজ শেষ হলে দেশে বাণিজ্যের এক নয়া পথ খুলে যাবে। তবে তিনি জানান  মায়ানমারের রাজনৈতিক সমস্যার জেরে এই প্রকল্প বন্ধ  হয়ে পড়ে রয়েছে। কোনওভাবেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পকে বন্ধ হতে দেওয়া যাবে না। প্রকল্প দ্রুত শেষ করতে মায়ানমারের সঙ্গে আলোচনা করে দ্রুত এর বাস্তব সমাধান খুঁজে বের করা হবে বলে জানান তিনি।



AKB TV News

26.02.2025  

3/related/default