নিজস্ব প্রতিনিধি:
আবারো এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয় আগরতলা রেল স্টেশন থেকে। আগরতলা
জি আর পি এস, বি এস এফ, আগরতলা আর পি এফ ও গোয়েন্দা বিভাগ মিলে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি
মহিলাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা কলকাতায় যাবেন বলে স্বীকারোক্তি
দিয়েছেন। ওই মহিলাকে মহিলা অফিসার টিম জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন আগরতলা জি আর পি
থানায়। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জি আর পি থানার ওসি তাপস দাস জানান, মঙ্গলবার
আগরতলা রেল ষ্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অবৈধভাবে সিমান্ত অতিক্রম করে ভারতে
এসেছেন। তার নাম মুছাম্মেদ জেসমিন খাতুন বলে তিনি জানান।
AKB TV News
26.02.2025