আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আত্মকথনের ভিড়েও সদা উজ্জ্বল স্বপ্নের নায়কের দলঃ আরশিকথা হাইলাইটস

    আরশি কথা

    আশাকরি এইসব ছবির চরিত্রদের অনেকেই চিনে থাকবেন। আমাদের কিশোরবেলার বেশ কিছুটা সময় এনাদের নিয়েই কেটে গেছে। কয়েক পাতার ছিপছিপে গড়নের এই বইগুলি এক নিঃশ্বাসেই শেষ করার প্রবণতা আমার আপনার সবারই ছিলো।কিছু কিছু পত্রিকার ছোট্ট জায়গা জুড়ে চার পাঁচটা ছবি দিয়ে প্রতিদিন কিছু না কিছু থাকতো। ব্যক্তিগত চরিত্রের পাশাপাশি চরিত্রগুলো কিন্তু নিজেরাই নিজেদের পরিচয় বহন করতো এবং তার লালন পালনও করতো...কোন এক কর্তব্যবোধে।
    সেই সময় এই চরিত্রদের প্রতি আমাদের আকর্ষণ এতোটাই ছিলো যে কোন বই বা পত্রিকায় ' ক্রমশ ' শব্দটা দেখলেই রাগ হতো।তবে আগ্রহের জন্মটাও এইভাবেই তৈরি হয়েছিলো এটা কিন্তু স্বীকার করতেই হয়। চরিত্রগুলি আমাদের মনকে এমন ভাবে প্রভাবিত করে ফেলতো যে স্বপ্নে হলেও নিজেদের ওইরকম ভাবে ভাবতে খুব ভালো লাগতো।
    ঠিক এই ভালো লাগার জায়গায় দাঁড়িয়ে আজ যদি নিজেকে প্রশ্ন করি -- "কেন এই ভালো লাগা ?" তাহলে কি উত্তর আসতে পারে ?
    আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই চরিত্রগুলিকে আমাদের কেন ভালো লাগতো ?
    হয়তো না। তবে আজ যদি সেই ভালো লাগার কারণ খুঁজতে যাই তাহলে হয়তো উত্তরটা পেলেও পেতে পারি।

    আমার মনে হয় সেই সময়ে আমরা ভাল খারাপকে আরও সঠিকভাবে অনায়াসে চিহ্নিত করতে পারতাম এবং শুভ অশুভের লড়াইয়ে খারাপ বারবার পরাজিত হবে এই ভাবনাটা মনের ভেতর একটা স্থির বিশ্বাসে ছিলো। আর কমিকসের চরিত্রগুলি এই ভাবনাটাই তাদের কাজের মধ্য দিয়ে সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিতো। আমরা বুঝেও যেতাম। কোনটা ভালো, কি খারাপ সবকিছু । আর তাই মনের ভেতর খুব সহজেই প্রভাব বিস্তার করে ফেলতে পারতো এবং অবশ্যই তা আগ্রহের শক্ত ভিতে।
    আসলে এই চরিত্রগুলির রূপ ভিন্ন ভিন্ন হলেও কাজ কিন্তু একই ছিলো। আসুরিক প্রবৃত্তির বিনাশ। আর কোথাও না কোথাও এটাই আমাদের আকৃষ্ট করতো।তার ফলস্বরূপ কল্পনায় কখনও অরন্যদেব কিংবা ম্যানড্রেক-লোথার আবার কখনও বাহাদুর অথবা স্পাইডার ম্যান হয়ে অশুভের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। তাই নয় কি !!!

    অনুভূতিগুলি ফিরে আসা খুব দরকার। বিশেষ করে আজকের শিশুমনকে ছুঁয়ে দিতে।


    প্রধান সম্পাদকের কলমে


    আরশিকথা হাইলাইটস


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২০ এপ্রিল ২০২৫

     

    3/related/default