আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে সামাজিক মাধ্যম এক্স-এ ইস্টারের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “সবাইকে শুভ ও আনন্দময় ইস্টারের শুভেচ্ছা। এই ইস্টার বিশেষ। এর কারণ বিশ্বজুড়ে জয়ন্তী বর্ষ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। এই পবিত্র উৎসব প্রতিটি মানুষের মনে আশা, নবায়ন ও  করুণার সঞ্চার করুক। চারপাশে আনন্দ এবং সম্প্রীতি বিরাজ করুক। প্রসঙ্গত”উল্লেখ্য,  জেরুসালেমের গলগাথার রাস্তায় যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যে দিন, সেই দিনকেই ‘গুড ফ্রাইডে’ বলে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এর তিন দিন পর, অর্থাৎ রবিবার ফের বেঁচে ওঠেন প্রভু যিশু। মৃত্যুকে হারিয়ে যিশুর এই পুনরুত্থানকেই ‘ইস্টার সানডে’ হিসেবে পালন করা হয়। 



    Akb tv news 

    20.04.2025

     

    3/related/default