নিজস্ব প্রতিনিধি,
রাজ্যের পেনশনাররা পেনশন বিক্রয় বাবদ যে অর্থ পেয়ে থাকেন তা সমান মাসিক কিস্তিতে ১৫ বছরে অর্থাৎ ১৮০টি কিস্তিতে পুনরায় কেটে নেওয়া হয়। দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের পেনশন প্রাপকরা পেনশন বিক্রয় করার ১২৮ মাস পর পূর্ণ পেনশন প্রাপ্তির সুযোগ পান। কিন্তু ১৮০টি মাসিক কিস্তি কাটার পর পেনশনারদের পূর্ণ পেনশন দেওয়ার ফলে তারা প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এবিষয়ে চিঠি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হস্তক্ষেপের দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। ওই চিঠিতে তিনি লিখেছেন, সি.সি.এস. পেনশন রুলস্ ও ত্রিপুরা পেনশন রুলস্ ১৯৭২ অনুসারে পেনশন প্রাপকরা তাদের নিজ নিজ মূল পেনশনের ৪০ শতাংশ বিক্রয় করতে বিক্রয় করতে পারেন। এতে পেনশনাররা পেনশন বিক্রির মাধ্যমে এককালীন আর্থিক সুবিধা পেয়ে থাকেন। প্রচলিত নিয়ম অনুসারে পেনশন বিক্রয় বাবদ যে অর্থ পেনশনাররা পেয়ে থাকেন তা সমান মাসিক কিস্তিতে ১৫ বছরে অর্থাৎ ১৮০টি কিস্তিতে পুনরায় কেটে নেওয়া হয়।
Akb tv news
23.05.2025