আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দু’দিনের জন্য বন্ধ আন্দামান ও নিকোবরের আকাশসীমা ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ২৩শে মে শুক্রবার থেকে আন্দামান ও নিকোবরের আকাশসীমা দু’দিনের জন্য বন্ধ করা হল। এদিন ‘নোটাম’ জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার আন্দামান ও নিকোবরের উপর দিয়ে কোনও যাত্রীবাহি বিমান চলাচল করবে না। জানা গিয়েছে, মিসাইল পরীক্ষার জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি এখনো। নির্দেশিকাতে বলা হয়েছে, ২৩ ও ২৪শে মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা দিয়ে বিমান চলাচল করতে পারবে না। এই দুদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই এলাকায়। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার আন্দামান-নিকোবরের একাধিক মিসাইল পরীক্ষা করেছে সেনা। তবে গত একমাসে ভারত-পাক সংঘাতের আবহে নতুন করে মিসাইল পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশের ওয়াকিবহল মহল। উল্লেখ্য, এই এলাকায় এর আগে বড় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে। দেশে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল সেসময়।  

     

    Akb tv news 

    23.05.2025


    3/related/default