আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। সংঘর্ষবিরতির ব্যখ্যা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়।ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের পাশে ছিল দেশের বিরোধী শিবির। সেক্ষেত্রে কেন্দ্রের কোনও পদক্ষেপ নিয়ে সেভাবে কোনও প্রশ্ন তোলেনি বিরোধীরা। কিন্তু সংঘর্ষবিরতি শুরু হতেই একের পর এক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। মূলত কেন্দ্র সরকারকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো শুরু করেছে বিরোধীরা। পহেলগাম হামলার পর কী কী হল, কেন যুদ্ধবিরতি? সবকিছুর ব্যাখ্যা দিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকুক কেন্দ্র, রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।দিন কয়েকের উত্তেজনার পর শনিবার বিকেলে আচমকা সংঘর্ষবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ভারত। বিদেশ মন্ত্রকও সংঘর্ষবিরতির কথা  সরকারিভাবে ঘোষণা করেছে। সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও রাহুলের বক্তব্য, “পহেলগামের সন্ত্রাস, অপারেশন সিঁদুর এবং সংঘর্ষবিরতি সম্পর্কে জনপ্রতিনিধিদের সব তথ্য  জানানো জরুরি। তাই আমি সম্মিলিত বিরোধীদের পক্ষ থেকে আরও একবার আপনাকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানাচ্ছি। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আমার অনুরোধ মানবেন।”


    Akb tv news  

    11.05.2025 

     




    3/related/default