আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “ব্রহ্মস শুধু হাতিয়ার নয়, এটা একটা বার্তাও।। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এবার পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জঙ্গিবাদ দমন যে ভারত করবে সে কথা স্পষ্ট জানিয়ে দেন তিনি। রবিবার  লখনউয়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের উদ্বোধন করেন রাজনাথ সিং। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ‘ব্রহ্মস’ যে শত্রুপক্ষকে দেওয়া একটা বার্তা সেকথাও বুঝিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। এদিন কড়া বার্তা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ব্রহ্মস হল সুপারসনিক ক্রুজ মিসাইল। এটা শুধু হাতিয়ার নয়, একটা বার্তা। শত্রুকে প্রতিহত করার বার্তা। বর্ডার সুরক্ষিত করার বার্তা।”তিনি বলেন, “বিশ্ব শক্তিশালীদের সম্মান করে। ভীতুদের নয়। আমাদের শক্তি বাড়াতে হবে। দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না। আর ভারত অন্যতম শক্তিশালী দেশ বলে তিনি উল্লেখ করেন।”  


    Akb tv news  

    11.05.2025

    3/related/default