আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচন চলাকালীন জানা যাবে ‘রিয়েল টাইম’ ভোটদানের হার ।। জাতীয় নির্বাচন কমিশন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    এবার নয়া পথে হাঁটবে জাতীয় নির্বাচন কমিশন। এখন থেকে নির্বাচন চলাকালীন জানা যাবে ‘রিয়েল টাইম’ ভোটদানের হার। পুরো কাজটি হবে একটি অ্যাপের সাহায্যে। যার নিয়ন্ত্রণ থাকবে প্রিসাইডিং অফিসারের হাতে। ঠিক কী সেই পদ্ধতি? এব্যাপারে নির্বাচন কমিশন জানিয়েছে, এই  পদ্ধতিটিকে ভোটার টার্নআউট রেশিও বা ভিটিআর বলা হয়। ECINET অ্যাপের সাহায্যে প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ভোটের দিন প্রতি দু’ঘণ্টা পর পর ভোটদানের তথ্য  আপলোড করবে। এদিকে, নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই নতুন প্রক্রিয়ায় প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পর পর নতুন ECINET  অ্যাপে সরাসরি ভোটদানের হার তুলে ধরবেন। যাতে ভোটদানের হার আপডেট করার সময়সীমা জানা যাবে।’ তবে এই নতুন পদ্ধতি চালু করার কথা বললেও পুরনো পদ্ধতি অর্থাৎ পোলিং এজেন্টদের ফর্ম ১৭সি পূরণ করার নিয়মে কোনও বদল আনা হচ্ছে না।প্রসঙ্গত উল্লেখ্য, ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে বিতর্কের আর অন্ত নেই। দেখা গেছে নির্বাচনের আগে পরে অনেক অভিযোগ উঠেছে। যার মধ্যে বিতর্ক বাধে নির্বাচনে ভোটদানের হার নিয়েও। এবার সেই সমস্যার সমাধানে এই পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন।


    Akb tv news 

    04.06.2025

    3/related/default