নিজস্ব প্রতিনিধি,
গত এক দশকে ভারতে দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছে প্রায় ২৭ কোটির বেশি মানুষ। বিশ্ব ব্যাঙ্কের নয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, ২০১১-১২ সালে যেখানে দেশে দারিদ্রসীমার নিচে ছিলেন ৩৪ কোটি ৪৪ লক্ষ ৭০ হাজার মানুষ। ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৪০ হাজার। অর্থাৎ এই সময়ের মধ্যে দেশে দারিদ্রসীমার থেকে বেরিয়ে এসেছে ২৬ কোটি ৯২ লক্ষ ৩০ হাজার মানুষ। ওই রিপোর্ট থেকে জানা গেছে, ২০১১-১২ সালে দেশের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এই পাঁচটি রাজ্যের মানুষই মোট দরিদ্রের ৬৫ শতাংশ ছিলেন। ২০২২-২৩ সালে তা দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। বিশ্ব ব্যাঙ্ক এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে ২০২১ সালের হিসেবে দৈনিক ৩ ডলারকে আন্তর্জাতিক দারিদ্ররেখা হিসেবে এই রিপোর্ট তৈরি করেছে। তাতে দেখা গেছে, গ্রামে দারিদ্ররেখার নিচে যেখানে আগে ছিল ১৮.৪ শতাংশ, তা এখন কমে ২.৮ শতাংশ হয়েছে। সেখানে গত ১১ বছরে শহরের দারিদ্রসীমার নিচে থাকা মানুষের শতকরা হার ১০.৭ শতাংশ থেকে নেমে মাত্র ১.১ শতাংশে দাঁড়িয়েছে।
Akb tv news
07.06.2025