নিজস্ব প্রতিনিধি,
চিনে মিলল মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। এইচকে ইউ৫-কোভ-২ নামে এই নয়া প্রজাতির মিউটেশন একটু এদিক-ওদিক হলেই ফের ভয়াবহ হয়ে উঠবে। যার জেরে আবার শুরু হতে পারে অতিমারী।এমনকি হু হু করে ছড়াবে সংক্রমণ। মৃত্যু হতে পারে লক্ষ লক্ষ মানুষের। হতে পারে লকডাউনও। এমনটাই জানিয়ে সতর্ক করেছেন চিনের বিজ্ঞানীরা। প্রসঙ্গত, পাঁচ বছর আগে করোনার দাপটে সংক্রমণ-মৃত্যু-লকডাউনের সাক্ষী হয়েছে গোটা পৃথিবী। গত কয়েক মাস ধরেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে নতুন করে করোনা ছড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতে সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। যদিও এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসের যে প্রজাতিগুলি সংক্রমণ ছড়াচ্ছে সেগুলির মারণ ক্ষমতা অনেকটা কম বলেই দাবি করেছে ভারতীয় বিজ্ঞানী ও চিকিৎসক মহল। কিন্তু চিনের নয়া ভাইরাসের ধরন পরিবর্তিত হলে বিপদ আসতে বেশি সময় লাগবে না।
Akb tv news
07.06.2025