নিজস্ব প্রতিনিধি,
চুরি যাওয়া দুটি বাইক সহ তিন চোরকে গ্রেফতার করল এন সি সি থানার পুলিশ।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে
ধরেন এন সি সি থানার ওসি প্রানজিত মালাকার।তিনি বলেন, রিপন চাকমা নামে এক ব্যক্তি তার
রয়েল এনফিল্ড বাইকটি চুরি হয়ে গেছে বলে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে
একটি মামলা হাতে নিয়ে তদন্ত করতে গিয়ে আমরা প্রথমে সি সি টিভি ফুটেজ এনালাইসিস করে
দু’জনকে চিহ্নিত করি। এরপর একজনকে তখনি গ্রেফতার করি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও
দু’জনকে গ্রেফতার করি আমরা। তারা এখান থেকে বাইকটি চুরি করে নিয়ে মধুপুর এলাকা দিয়ে
বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরবর্তী সময়ে আমরা আরও তিনজনকে গ্রেফতার করি। এদের মধ্যে একজন
হল বিমল দাস। সে এই বাইকটি চুরি করেছিল। বাকি তিনজন তারা মধুপুর বর্ডার এলাকায় থাকে।
তারা বাংলাদেশে বাইক গুলি পাচার করে দেয় বলে তিনি জানান।
Akb tv news
24.06.2025