নিজস্ব প্রতিনিধি,
দেশীয় অস্ত্রের মাধ্যমে ‘অপারেশন সিন্দুরে’ ভারতের সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই পদক্ষেপ গুলি বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় নীতির প্রতিফলন ঘটায়। মঙ্গলবার শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক কথোপকথনের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,“...সম্প্রতি বিশ্ব ভারতের সক্ষমতা দেখেছে। ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় নীতি বিশ্বের সামনে স্পষ্ট করে তুলেছে। আমরা দেখিয়েছি যে ভারতীয়দের রক্তপাতকারী সন্ত্রাসীদের জন্য কোনও স্থান নিরাপদ নয়। আজকের ভারত জাতির স্বার্থে যা করা যেতে পারে এবং যা সঠিক তা অনুসারে পদক্ষেপ নেয়। প্রতিরক্ষার প্রয়োজনীয়তার জন্য, বিদেশী দেশগুলির উপর ভারতের নির্ভরতা ক্রমাগত হ্রাস পাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান”।প্রধানমন্ত্রী বলেন যে দেশ প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে, জোর দিয়ে বলেন যে ভারতে তৈরি অস্ত্র শীঘ্রই বিশ্বজুড়ে সুপরিচিত হবে।
Akb tv news
24.06.2025