নিজস্ব প্রতিনিধি,
শনিবার উজ্জ্যয়ন্ত প্রসাদে ঐতিহ্যবাহী কের পূজায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন উনার সঙ্গে ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিত সিংহ রায় , পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার প্রমুখ। এদিন প্রত্যেকে কের পুজা উপলক্ষে চন্তাইয়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। ঐতিহ্যবাহী কের পূজা নিয়ে বলেন, কের পূজা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ত্রিপুরার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে। মূলত, খারচি পূজার পরবর্তী আধ্যাত্মিক পরবর্তী ধাপ হিসেবে কের পূজা শুরু হয়। যা খারচি পূজার শেষ হওয়ার ১৪তম দিন থেকে শুরু হয়। এটি এক কঠোর আচার-অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয়। যা প্রাচীন বিশ্বাস ও প্রথাগুলিকে সংরক্ষণ করে। আগরতলা উজ্জ্যয়ন্ত প্রসাদ সহ নির্দিষ্ট কিছু এলাকা যেখানে এই পূজা অনুষ্ঠিত হয়। সাথে তিনি যোগ করেন, কের পূজা শুধুমাত্র ত্রিপুরার আদিবাসী ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমস্ত নাগরিকের জন্য একতা ও সমষ্টিগত কল্যাণের প্রতীক। এই পূজা মানুষকে একত্রিত করে। রাজ্যের সামাজিক ঐক্য গঠনে যে ভূমিকা পালন করে।
Akb tv news
19.07.2025