আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশের প্রথম আদিবাসী ডিজিটাল মিউজিয়ামের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের প্রথম আদিবাসী ডিজিটাল মিউজিয়ামের উদ্ধোধন হল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ছত্তিশগড়ের নব রায়পুর অটল নগরে তৈরি হওয়া এই মিউজিয়াম আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব, রক্ত, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে নতুন করে সামনে আনবে। শহিদ বীর নারায়ণ সিং-এর নামে উৎসর্গ করা এই মিউজিয়াম দেশের স্বাধীনতা আন্দোলনে উপজাতি সমাজের অবদানকে স্মরণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শনিবার ছত্তিশগড় সফরে গিয়ে প্রধানমন্ত্রী প্রথমেই শহিদ বীর নারায়ণ সিং মেমোরিয়ালে যান। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা ওই মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন ছত্তিশগড়ের প্রথম শহিদ। তাঁর স্মৃতিকেই কেন্দ্র করে তৈরি হয়েছে এই সম্পূর্ণ ডিজিটাল মিউজিয়াম। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির উপরে নির্মিত এই প্রকল্পে ইতিহাস, প্রযুক্তি এবং সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটেছে। এই মিউজিয়ামে ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসী সমাজের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। হালবা বিদ্রোহ, সরগুজা বিপ্লব, ভোপালপতনম আন্দোলন, পারালকোট ও তারাপুরের সংগ্রাম, কোই ও মেরিয়া আন্দোলন, রানি চাউরি বিদ্রোহ, ভূমকাল আন্দোলন—আদিবাসী স্বাধিকার ও স্বদেশের জন্য এই সব আন্দোলনের ইতিহাস দর্শকদের সামনে জীবন্ত হয়ে উঠবে ডিজিটাল ডিসপ্লে, প্রজেকশন ম্যাপিং, ভার্চুয়াল গ্যালারি ও সাউন্ড-লাইট ইন্টার‌্যাক্টিভ শোয়ের মাধ্যমে। মিউজিয়ামে প্রবেশ করতেই দর্শকদের স্বাগত জানাবে সরগুজা শিল্পীদের তৈরি আদিবাসী কাঠের নকশা।শাল ও মহুয়া গাছের বিশাল রেপ্লিকা, যার প্রতিটি পাতায় বোনা রয়েছে বিপ্লবের গল্প। রয়েছে বিরসা মুণ্ডার মূর্তি, যা এই সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়াবে। শুধু ইতিহাস নয়, এখানেই থাকবে সেলফি পয়েন্ট, যেখানে বিশেষ শিল্পকর্ম ও সাংস্কৃতিক চিত্রায়ণের মাধ্যমে আদিবাসী পরম্পরাকে তুলে ধরা হয়েছে।এদিন আদিবাসী ডিজিটাল মিউজিয়ামটি উদ্ধোধন করার পর প্রধানমন্ত্রী গোটা মিউজিয়ামটি ঘুরে দেখেন।আদিবাসী ডিজিটাল মিউজিয়ামটি ঘুরে দেখেন অভিভূত তিনি। এদিন তিনি এক পের মা’কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে গাছের চারাও রোপণ করেন।










    akb tv news 

    01.11.2025


    3/related/default