নিজস্ব প্রতিনিধিঃ
নয়া রেকর্ড স্থাপন। সারা দেশে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অধীনে তিনটি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা
এই সুখবর ভাগ করে নিয়ে বলেন যে, দেশ মহিলা কেন্দ্রিক স্বাস্থ্য পরিকাঠামো আরও
উন্নত করতে দেশের প্রতিশ্রুতিকেই তুলে ধরল। কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত ১৭ই
সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত পোষণ মায়ের সহযোগিতায় দেশ জুড়ে মহিলা,
কিশোরী ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপরে বিশেষ জোর দিয়েই এক প্রচার অভিযানের
আয়োজন করা হয়েছিল। সুস্থ ভারতের লক্ষ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি, পরিবারের
ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে ১৯.৭ লক্ষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।
এই ক্যাম্পে ১১ কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন বলে জানান কেন্দ্রীয়
স্বাস্থ্যমন্ত্রী।
akb tv news
01.11.2025

