নিজস্ব প্রতিনিধিঃ
অতি সম্প্রতি আগরতলার ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাস সহ মোট চার জন এমবি
বিএস ছাত্র উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি-লখনউ জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক
দুর্ঘটনায় মারা যায় ।তারা সকলে শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল।ইন্টার্নশিপ
করছিল। একটি পার্কিং করা ট্রাকে তাদের গাড়ি
ধাক্কা মারায় এই মর্মান্তিক ঘটনায় তাদের মৃত্যু হয়। সোমবার সপ্তর্ষি দাসের মরদেহ বাড়িতে আনা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান
রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ, মেয়র
দীপক মজুমদার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।
তার এই মর্মান্তিক মৃত্যুতে মুখ্যমন্ত্রী সহ সকলে সমবেদনা জ্ঞাপন করেন।মুখ্যমন্ত্রী
জানান, এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজন মারা গেছে বলে একটি খবর শুনতে পেয়েছিলাম। তার
মধ্যে ত্রিপুরার সপ্তর্ষি দাসও ছিল। রামনগর এক নং রোডে তার বাড়ি।বর্তমানে বিমান পরিষেবা
নিয়ে যে একটা সমস্যা চলছে। আমরা অনেক চেষ্টা করেছি। অবশেষে ছয় দিনের মাথায় সপ্তর্ষির
দেহ আনা হল তার বাড়িতে।
akb tv news
08.12.2025

