নিজস্ব প্রতিনিধিঃ
শ্রমকোড বাতিল সহ একাধিক ইস্যুতে আশা ওয়ার্কার্স ইউনিয়ন, মিড-ডে মিল ওয়ার্কার্স
ইউনিয়ন এবং অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপারস ইউনিয়ন সোমবার শ্রম ভবনের সামনে বিক্ষোভ
ও ডেপুটেশন প্রদান করা হয়। তারা দাবি তুলে, ২০২৬-২৭ এর বাজেটে প্রকল্প গুলিতে বাজেট
বরাদ্দ বৃদ্ধি করতে হবে, নিয়মিত করার সাপেক্ষে প্রকল্প কর্মীদের ন্যূনতম ২৬ হাজার
টাকা প্রদান করতে হবে, ই এম আই, গ্রেচুয়িটি সহ সকল প্রকার সামাজিক সুরক্ষা দিতে হবে,
প্রকল্প কর্মীদের জন্য সার্ভিস রুল প্রনয়ন করতে হবে, নির্দিষ্ট কাজের বাইরে আশা ও অঙ্গনওয়াড়ী
কর্মীদের উপরে বাড়তি কাজের বোঝা চাপানো চলবে না ও হিমাচল প্রদেশ হাইকোর্টের নির্দেশ
মেনে মিড ডে মিল কর্মীদের ১২ মাসের বেতন দিতে হবে ইত্যাদি।এদিন বিক্ষোভ কর্মসূচিতে
আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।
akb tv news
08.12.2025

