Type Here to Get Search Results !

আগরতলায় নারী গণঅবস্থান সংঘটিত করলো সিপিএম

তন্ময় বনিক,আগরতলাঃ
 নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। বামেদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। এর প্রভাব পরছে মহিলাদের উপর। লাইসেন্স দেওয়া হচ্ছে সমাজদ্রোহীদের। রাজ্যে এসে বললেন সিপিএমের পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত। মঙ্গলবার(২৮আগস্ট) সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আগরতলায় নারী গণঅবস্থান করা হয়। তাতে অংশ নিতে আগরতলায় আসেন বৃন্দা কারাত। নারী নির্যাতনের বিরুদ্ধে, কাজ ও খাদ্যের দাবিতে এবং শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এই গণ অবস্থান করা হয়। তাতে নারী সমিতির রাজ্য কমিটির প্রথম সারির প্রায় সকল নেতৃত্বরাই উপস্থিত ছিলেন। 
সংগঠনের সদস্যাদের উপস্থিতিও ছিলো চোখে পরার মতো। সরকার বদলের প্রায় পাঁচ মাসের মধ্যেই সিপিএমের পাশাপাশি তাদের গণ সংগঠন নারী সমিতিও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা শাসকদলের জন্য দুশ্চিন্তার কারণ বলেই মনে করে রাজনৈতিক মহল। বৃন্দা কারাত বর্তমান শাসকদলের সমালোচনা করে বলেন, রাজ্যে এখন আইনের শাসন নেই। মানুষের হাতে নেই কাজ। গ্রাম পাহাড়ে দেখা দিয়েছে খাদ্যের সংকট। রাজ্যে যে শান্তি শৃঙ্খলার পরিবেশ ছিলো তা এখন হারিয়ে গেছে। নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারাও। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নারী সমিতির আন্দোলন চলবে বলে জানিয়েছেন পলিটব্যুরোর এই সদস্যা। 

ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮শে আগস্ট ২০১৮ইং  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.