আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আখাউড়া সীমান্ত পরিদর্শনে নয়া রাজ্যপাল

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
     গোধূলি লগ্নে ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকা নামানোর বর্ণময় দৃশ্য প্রত্যক্ষ করলেন সস্ত্রীক রাজ্যপাল। অনেকটা ওয়াঘা সীমান্তের মতোই আখাউড়া সীমান্তে দুই দেশের জাতীয় পতাকা রাষ্ট্রীয় মর্যাদায় নামানো হয়। 
      বুধবার(২৯আগস্ট) বিকেলে সস্ত্রীক রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি বর্ণময় এই আনুষ্ঠানিকতার প্রশংসা করেন। বলেন,জাতীয় পতাকা নামানোর দৃশ্য দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশের প্রসঙ্গে বলেন, এই আখাউড়া সীমান্ত দিয়ে সে দেশের লোকেরা চিকিৎসা কিংবা কেনাকাটা করার জন্য এদেশে আসতে পারেন। এক্ষেত্রে মানবতাবোধটুকু যেন সবসময় বজায় থাকে সেই আহবান তিনি দুই দেশের নাগরিকদের প্রতিই জানান। জাতীয় পতাকা নামানোর সময় বিএসএফের কারনামারও প্রশংসা করেন নয়া রাজ্যপাল। 
    প্রসঙ্গত, নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর উদয়পুরে ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন করেছেন। আর এদিন পরিদর্শন করলেন আখাউড়া সীমান্ত।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৯শে আগস্ট ২০১৮ইং       
    3/related/default