Type Here to Get Search Results !

২৪ ঘন্টায় বাংলাদেশে ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

আবু আলী, ঢাকা ।। করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে মারা গেছেন ১৫ জন, শনাক্ত হয়েছেন ২৬৬ জন। আরোগ্য লাভ করেছেন ৯ জন। ১৭ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করেছি ২ হাজার ১৯০ জনের। করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা হলো ১৮৩৮। মৃত্যুবরণ করেছেন ১৫ জন এবং মোট মৃত্যুবরণ করলেন ৭৫ জন। আজকে মৃত্যুর সংখ্যা বেশি। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরোগ্য লাভ করেছেন ৯ জন। মোট আরোগ্য লাভ করেছেন ৫৮ জন।’ এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩৪১ জন, মৃত্যু হয় ১০ জনের। তার আগের দিন শনাক্ত হয় ২১৯, মৃত্যু হয় ৪ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

১৭ই এপ্রিল ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.