Type Here to Get Search Results !

প্রয়াত হলেন সিটু নেতা পীযূষ নাগ

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
প্রয়াত হলেন সিটু'র রাজ্য কমিটির কার্যকরী সভাপতি পীযূষ নাগ।তাঁর মৃত্যুতে শ্রমিক সংগঠন সিটু,সিপিএম সহ বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।শুক্রবার ( ১৭ এপ্রিল ) ভোর ৪টা ৪৫মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 প্রথমে শবদেহ নেওয়া হয় সিটুর রাজ্য কার্যালয়ে।সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানান সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শংকর প্রসাদ দত্ত,পাঞ্চালী দে সহ অন্যান্য শ্রমিক নেতৃত্বরা।


সেখান থেকে শবদেহ নেওয়া হয় সিপিএম এর রাজ্য কার্যালয়ে।সেখানে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা মানিক সরকার,দলের রাজ্য সম্পাদক গৌতম দাস,বিধায়ক রতন ভৌমিক,প্রাক্তন সাংসদ নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা।


তারপর শবদেহ নেওয়া হয় সিপিএম এর সদর মহকুমা কমিটির কার্যালয়ে।সেখানে শ্রদ্ধা জানান,দলের পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর সহ আরও অনেকে।সিটুর রাজ্য সভাপতি মানিক দে জানান, তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহন করেছিলেন পীযূষ নাগ।তারপর তিনি পশ্চিমবঙ্গে আসেন।ত্রিপুরায় আসার পর সত্তোরের দশকে সিটুর সঙ্গে যুক্ত হন।সিটুর অন্তর্গত প্রতিটি শ্রমিক সংগঠনের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিলো বলে জানান তিনি।তিনি সংগঠন প্রাক্তন সম্পাদক ছিলেন।সিপিএম এর রাজ্য কমিটির সদস্য ছিলেন।মৃত্যুর শেষ দিন পর্যন্ত দলের পশ্চিম জেলা কমিটির সদস্য হিসেবে রয়েছেন।শ্রমিকদের অধিকার আদায়ে আজীবন লড়াই আন্দোলন করে গেছেন।তাঁর মৃত্যুতে দল ও সংগঠনের মারাত্মক ক্ষতি হলো বলে স্বীকার করেন মানিক দে।

ছবিঃ সুমিত কুমার সিংহ

১৭ই এপ্রিল ২০২০ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.