আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঢাকার রেলস্টেশনেই সন্তান প্রসব এক মায়ের

    আরশি কথা
    ঢাকা ব্যুরো এডিটরঃ
    রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের বাথরুমে এক ভারতীয় নারী সন্তান প্রসব করেছেন। গত সোমবার রাতে কমলাপুর স্টেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভারতীয় ওই নারীর নাম রোকসানা আক্তার। তিনি ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন। পুলিশ জানায়, রোকসানা ভারতীয় নাগরিক। তার স্বামীর নাম আবদুল। তিনি বাংলাদেশি নাগরিক। রোকসানা বাংলায় কথা বলতে পারেন না। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, গত সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুরে আসছিলেন রোকসানা। পথে গেন্ডারিয়া স্টেশনে ব্যথা অনুভব করেন। তার সঙ্গে কেউ ছিল না। কমলাপুর স্টেশনে এলে ট্রেন কর্তৃপক্ষ রোকসানাকে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন। থানায় আসার পর রোকসানা বাথরুমে যেতে চান। তিনি বাথরুমে গিয়ে বেশ কিছুটা সময় নেন। পরে বাথরুম থেকে পুলিশ সদস্যরা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। বাথরুমের দরজা খুললে রোকসানাসহ তার সন্তানকে উদ্ধার করা হয়। এদিকে, মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল এরপর ঢামেকে ভর্তি করা হয়।

    ২০শে জুন ২০১৮ইং
    3/related/default