আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার ডিজিটাল ত্রিপুরায় কলেজ পড়ুয়ারা পাচ্ছে স্মার্টফোন

    আরশি কথা
    আরশিকথা ডেস্কঃ
    ভারত সরকারের 'ডিজিটাল ইন্ডিয়া' উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে জোর দিচ্ছে। বিভিন্ন ই-গভরনেন্স অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রকল্পে দুটি ব্লক যথাক্রমে লালজুরি ও রইশ্যাবাড়িকে এই অর্থবছরেই এই নেটওয়ার্কের সাথে যুক্ত করা হবে। বাজেট অধিবেশনে ৩৮ পৃষ্ঠা সম্বলিত বাজেট পেশকালে এই বক্তব্য করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন লিচুবাগানের সফটওয়্যার টেকনোলজি পার্কটি চালু রয়েছে। ইন্দ্রনগরের সফটওয়্যার টেকনোলজি পার্কটি এই অর্থবছরেই চালু করা হবে। ৯৬৯টি কমন সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে এখন পর্যন্ত। 
    এর আওতায় এসেছে ৫৭১টি পঞ্চায়েত ও ভিলেজ কমিটি। ডিজিটাল ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেওয়া প্রথম পদক্ষেপ হিসেবে ত্রিপুরার কলেজে পাঠরত ছেলেমেয়েদের বিনামূল্যে স্মার্টফোন দেবে সরকার। 

    তথ্যঋণঃ দীপক দে, আগরতলা
    অতিথি সাংবাদিক, আরশি কথা

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১৯শে জুন ২০১৮ইং               
    3/related/default