আগরতলা ডেস্কঃ
তথ্য অনুযায়ী প্রতিবছর গোটা বিশ্বে প্রায় ৬০লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে " তামাক সেবন "-কে দায়ী করা হয়ে থাকে। তাই বিশ্ব জুড়ে ২৪ঘণ্টা সময় ধরে যেকোনো তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকার অঙ্গীকারে ৩১শে মে দিনটি "বিশ্ব তামাকমুক্ত দিবস" হিসেবে পালিত হয়। উল্লেখ্য ১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে "বিশ্ব তামাকমুক্ত দিবস" চালু করে। আর এই সচেতনবোধকে সাধারণের মধ্যে আরও বেশী করে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও উদ্যোগী হলেন ত্রিপুরা রাজ্যের ভাস্কর্যশিল্পী তথা শিক্ষক সমীরণ দে। বেশ কয়েকটি সিগারেটকে একত্রিত করে এক অসাধারণ শিল্পকর্মে বিশ্বের মানব সমাজকে তামাকজাত দ্রব্য সেবনে বিরত থাকার আহ্বান জানালেন এই শিল্পী।
আরশিকথা সমীরণ দে'র এই সামাজিক দায়বদ্ধতার উদ্যোগকে সম্মান জানিয়ে তামাক জাতীয় দ্রব্য সেবনের সার্বিক প্রক্রিয়া থেকে বিরত থাকার আহ্বানে সহমতে থাকলো।
ছবিঋণঃ সমীরণ ভৌমিক
৩১শে মে ২০১৯ইং
তথ্য অনুযায়ী প্রতিবছর গোটা বিশ্বে প্রায় ৬০লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে " তামাক সেবন "-কে দায়ী করা হয়ে থাকে। তাই বিশ্ব জুড়ে ২৪ঘণ্টা সময় ধরে যেকোনো তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকার অঙ্গীকারে ৩১শে মে দিনটি "বিশ্ব তামাকমুক্ত দিবস" হিসেবে পালিত হয়। উল্লেখ্য ১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে "বিশ্ব তামাকমুক্ত দিবস" চালু করে। আর এই সচেতনবোধকে সাধারণের মধ্যে আরও বেশী করে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও উদ্যোগী হলেন ত্রিপুরা রাজ্যের ভাস্কর্যশিল্পী তথা শিক্ষক সমীরণ দে। বেশ কয়েকটি সিগারেটকে একত্রিত করে এক অসাধারণ শিল্পকর্মে বিশ্বের মানব সমাজকে তামাকজাত দ্রব্য সেবনে বিরত থাকার আহ্বান জানালেন এই শিল্পী।
আরশিকথা সমীরণ দে'র এই সামাজিক দায়বদ্ধতার উদ্যোগকে সম্মান জানিয়ে তামাক জাতীয় দ্রব্য সেবনের সার্বিক প্রক্রিয়া থেকে বিরত থাকার আহ্বানে সহমতে থাকলো।
ছবিঋণঃ সমীরণ ভৌমিক
৩১শে মে ২০১৯ইং