দুঃখ-বিলাস '
~~~~~~~~
বেহালার সুরে তোকে খুঁজে পাই
তুই কি আমার দুঃখ হবি ?
রাখবো বুকেতে যত্নে লুকিয়ে
ব্যথাতুর তুই আমারই যে র'বি।
চোখের জলের প্লাবনে ভাসাবি
অকুল আঁধারে স্বপ্ন গড়াবি
সোহাগে মনকে সাহস জোগাবি
কাঁটায় ভরানো পথটি দেখবি।
সুখ-স্বপ্ন দু'পায়ে মাড়িয়ে
নির্জনতায় বিষাদ ছড়িয়ে
রোদনে-কাঁদনে আঁধারে-বিরেতে
কাছে থেকে যাবি মনটি ভরিয়ে।
রাখিস আমায় পরাজিত করে
জয়ের আলোয় যদি চোখ পড়ে
আমি রূপহীনা হবো রূপান্তরে
কালিমা নেবো সয়ে জীবনভরে।
মরুর ঝড়েতে আঁচল ঊড়িয়ে
শূন্যে মিলাবো সুখের আভাস
ঝড়ের মেঘের নীরব আঁকুতি
দুঃখী মনেতে জাগাবে বিভাস।
-- জবা চৌধুরী, আটলান্টা
১লা জুন ২০১৯ইং