Type Here to Get Search Results !

আসামে চূড়ান্ত নাগরিক তালিকা থেকে ১৯ লাখেরও বেশি মানুষ বাদ ॥ উদ্বিগ্ন নয় বাংলাদেশ

আবু আলী, ঢাকা ॥
ভারতের আসামে নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত তালিকা বাদ পড়লেন, ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ মানুষ। ৩১ আগস্ট শনিবার সকাল ১০টায় অনলাইনে এই তালিকা প্রকাশ করা হয়। ভারতের স্থানীয় শনিবার সকাল ১০টায় অনলাইনে আসামের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করে, কেন্দ্রীয় সরকার। এতে তালিকাভুক্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। আর তালিকায় ঠাঁই পাননি ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।
তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ। এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। সেখানেও তিনি বলে গেছেন, এটি ভারতের অভ্যন্তরণী বিষয়।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে  বৈঠকে আসামের এনআরসির বিষয়টি উত্থাপন করেছিলাম। যেখানে এমনিতেই ১১ লাখ  রোহিঙ্গা নিয়ে আমরা খুব কষ্টে আছি।
‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আসামের এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এর প্রভাব বাংলাদেশে পড়বে না,’ -বলেন পররাষ্ট্রমন্ত্রী। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকেরা।

৩১শে আগস্ট ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.